20 C
আবহাওয়া
৮:৫১ পূর্বাহ্ণ - নভেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » আজ থেকে চীনের টিকা দেওয়া শুরু

আজ থেকে চীনের টিকা দেওয়া শুরু


বিএনএ, ঢাকা : করোনার সংক্রমণ রোধে চীনা টিকা দেওয়া শুরু হয়েছে। মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষামূলক এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও পরিচালক (রোগনিয়ন্ত্রণ) মো. নাজমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

চীন ১২ মে বাংলাদেশকে সিনোফার্মের পাঁচ লাখ টিকা উপহার হিসেবে দিয়েছে। পরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে ১৯ মে রাতে ফোনালাপের সময় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সিনোফার্মের আরও ছয় লাখ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দেওয়ার ঘোষণা দিয়েছেন।

আজ চীনের দেওয়া এই উপহার থেকেই টিকা দেওয়া শুরু হয়েছে।

আজ ঢাকা মেডিকেল কলেজের পাশাপাশি স্যার সলিমুল্লাহ, মুগদা ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু হয়েছে।

এক হাজার টিকা আজ দেওয়ার কথা।  এ সংখ্যা কমবেশি হতে পারে।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সব মেডিকেল কলেজের শিক্ষার্থীদের এই ভ্যাকসিনেশনের আওতায় আনা হবে।  প্রাথমিকভাবে চারটি হাসপাতালে এই টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে।

বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ