16 C
আবহাওয়া
২:২৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে হাতির আক্রমণে যুবকের মৃত্যু

চট্টগ্রামে হাতির আক্রমণে যুবকের মৃত্যু

চট্টগ্রামে হাতির আক্রমণে যুবকের মৃত্যু

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে বাগানে কাজ করার সময় হাতির আক্রমণে মো. সৈয়দুল আলম (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ মে) সকাল ৮টার দিকে সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সুঁইপুরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সৈয়দুল ইসলাম কক্সবাজার জেলার উখিয়া থানার আব্দুস সালামের ছেলে।

সাতকানিয়া থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, বাগানে কাজ করার সময় হাতির আক্রমণে মারা যায় সৈয়দুল ইসলাম। বাগানে মরদেহ দেখে পুলিশকে খবর দেন স্থানীয় বাসিন্দারা। মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিবারের সদস্যরা থানায় আসছেন। রোহিঙ্গা কিনা যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিএনএনিউজ২৪/আমিন

 

Loading


শিরোনাম বিএনএ