বিএনএ, মিরসরাই (চট্টগ্রাম): বাংলাদেশের উদীয়মান অর্থনৈতিক হাব হিসেবে পরিচিত চট্টগ্রামের মিরসরাই বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও কয়েক হাজার হেক্টর মৎস্য প্রকল্প রক্ষায় ভাঙ্গন কবলিত সিডিএসপি বাঁধ পরিদর্শন করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান। শুক্রবার ( ২৫ এপ্রিল) বিকাল ৪ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরসরাই উপজেলা শাখার উদ্যোগে এই বাঁধ পরিদর্শন কর্মসূচি পালন করা হয়।
এসম উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা জামায়াতে আমির মাওলানা নুরুল কবির, সেক্রেটারি মাওলানা শিহাব উদ্দিন, মিরসরাই পৌরসভা জামাতের সেক্রেটারি মাওলানা ইকরামুল হকসহ মিরসরাই উপজেলা জামায়াতের কয়েকশত নেতাকর্মী।
বাঁধ পরিদর্শনকালে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান বলেন, মিরসরাই অর্থনৈতিক অঞ্চলকে ঘিরে কয়েকশ বিলিয়ন বৈদেশিক বিনিয়োগের প্রকল্প চলমান রয়েছে। এছাড়া এই নিরাপত্তা বাঁধের নিয়ন্ত্রণে রয়েছে কয়েক হাজার হেক্টর মৎস্য প্রকল্প। কিন্তু অত্যান্ত দুঃখ ও পরিতাপের বিষয় সহস্র বিলিয়ন সমমূল্যের এই নিরাপত্তা বাঁধ অপরিকল্পিত বালি উত্তোলনের কারনে বিলুপ্তির পথে। অর্থনৈতিক এই অতি গুরুত্বপূর্ণ বাঁধ টি এভাবে ভেঙে নদীতে পড়ে গেল কেউ দেখলো না। এই বাঁধ রক্ষায় আমরা সরকারের কার্যকর পদক্ষেপ চাই।
মিরসরাই উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল কবির জানান, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে শনিবার (২৬ এপ্রিল) একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। সংবাদ সম্মেলনে সাংবাদিক ভাইদের মাধ্যমে সরকারের কাছে বাঁধটি পুনঃ নির্মাণ ও রক্ষার জোরালো দাবি তুলবো। প্রয়োজনে বিক্ষোভ মিছিল, স্মারকলিপি পেশ, ইউএনও কার্যালয় ঘেরাওয়ের মতো কর্মসূচি ঘোষণা করা হবে। কারণ এই সিডিএসপি বাঁধ অত্যন্ত জনগুরুত্বপূর্ণ ও অর্থনৈতিক গুরুত্বপূর্ণ বাঁধ। এটি মিরসরাইয়ের কয়েক হাজার বিলিয়ন মূল্যের সম্পদ রক্ষার নিরাপত্তা বাঁধ। এটি রক্ষা করা আমাদের জন্য দায়িত্ব ও কর্তব্য।
বিএনএনিউজ/ আশরাফ উদ্দিন/ বিএম