বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের নিরপেক্ষ সাংবাদিকদের নির্ভরযোগ্য ও মূলধারার সাংবাদিকতার ধারক-বাহক নিয়ে গড়ে ওঠা অন্যতম সংগঠন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ)’র দ্বিবার্ষিক নির্বাচন রোববার (১ জুন) অনুষ্ঠিত হবে। এ সংক্রান্তে এক সভা সংগঠনের সভাপতি কাজী আবুল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতি ক্রমে ১৩ টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। নির্বাচন সঠিক ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়।
এতে অন্যান্যদের মধ্যে সার্বিক বিষয়ে আলোচনা করেন নির্বাহী কমিটির সদস্য আইয়ুব আলী, লোকমান চৌধুরী, জালাল উদ্দিন সাগর, সাইফুল্লাহ চৌধুরী, মনিরুল ইসলাম পারভেজ, কামাল পারভেজ ও জুবায়ের সিদ্দিকী।
এসময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার কামরুল হুদা, নির্বাচন কমিশনার মুজাহিদুল ইসলাম ও ভূপেন দাশ।
বিএনএনিউজ/ বাবর মুনাফ