31 C
আবহাওয়া
৯:৩৫ অপরাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে পোশাককর্মীর মরদেহ উদ্ধার

চট্টগ্রামে পোশাককর্মীর মরদেহ উদ্ধার


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার স্টিলমিল খালপাড় এলাকার এক বাসা থেকে তানজিনা বেগম (২৩) নামের এক পোশাককর্মীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।

তানজিনার বাড়ি নেত্রকোণার নান্দাইল উপজেলায়। এই ঘটনার পর থেকে তানজিনার স্বামী পলাতক রয়েছে। নিহতের ভাই বাদী হয়ে মামলা করেছেন।

পতেঙ্গা থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, ওই নারীর গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। হত্যাকাণ্ডের পর থেকে নারীর স্বামী পলাতক। পুলিশ তাকে ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে।

পুলিশ জানিয়েছে, স্বামী ও ভাইকে নিয়ে স্টিলমিল এলাকায় এনামুলের বিল্ডিংয়ের নিচ তলায় ভাড়া বাসায় থাকতেন। তারা গার্মেন্টে চাকরি করতেন। পারিবারিক কলহের জেরে তানজিনাকে খুন করে স্বামী পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। রাতে তানজিনার ভাই বাসায় এসে ঘর তালাবদ্ধ দেখে আরেক ভাইয়ের কাছ থেকে চাবি নিয়ে বাসায় ঢুকে তানজিনাকে রক্তাক্ত-নিথর অবস্থায় দেখতে পান। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ