31 C
আবহাওয়া
৯:৩৫ অপরাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৫
Bnanews24.com
Home » বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬৪২

বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬৪২

পুলিশের ঊর্ধ্বতন ৮২ কর্মকর্তাকে ওএসডি

বিএনএ, ঢাকা : গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে ঢাকাসহ সারাদেশে ১ হাজার ৬৪২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ৭২ জন। এ ছাড়া অন্যান্য ঘটনায় ৫৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি পিস্তল, একটি একনলা বন্দুক, পাঁচটি পাইপগান, দুইটি ওয়ান শুটারগান, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, চার রাউন্ড কার্তুজ, পাঁচটি চাইনিজ কুড়াল, একটি রামদা, তিনটি দা, একটি কিরিচ, তিনটি চাকু, একটি কাচি, একটি হাতুড়ি, একটি লাঠি, তিনটি রড, একটি কুচা ও একটি সুলফি উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে পুলিশের বিশেষ অভিযান চলমান থাকবে এবং গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ