বিএনএ, চট্টগ্রাম: একদিনের জন্য লালদীঘি মাঠ যেন রূপ নেয় ইতিহাস, ঐতিহ্য আর শৌর্যের মিলনমেলায়। আজ শুরু হবে ১১৬তম চট্টগ্রামের ঐতিহ্যের জব্বারের বলী খেলা।
শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে সেখানে গর্জে উঠবে শতাধিক বলীর পেশি, বলীদের এই মহারণ উদ্বোধন করবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
তবে শুধু বলী খেলা নয়, এই আয়োজনে মিশে থাকে চট্টগ্রামের প্রাণের স্পন্দন। মাঠের চারপাশ ঘিরে ইতোমধ্যে জমে উঠেছে বৈশাখী মেলা। বৈশাখের রোদে ঝলমল করছে মাটির পাত্র, পুতুল, শীতল পাটি, বাঁশ-বেতের হস্তশিল্প আর রঙ-বেরঙের খেলনা। মেলার দোকানে পাওয়া যাচ্ছে গাছের চারা থেকে শুরু করে দা-বটি, ছুরি, মাছ ধরার পলো পর্যন্ত গৃহস্থালি সব উপকরণ।
এই আয়োজন শুধু কুস্তির নয়, এটি শহরের মানুষের জন্য একদিনের নস্টালজিয়া। অনেকের কাছে এটি শৈশবের স্মৃতি, কারও কাছে পূর্বপুরুষদের গল্পে শোনা এক জীবন্ত ইতিহাস।
জানা যায়, ব্রিটিশবিরোধী আন্দোলনের সময় ১৯০৯ সালে আব্দুল জব্বার সওদাগর এই খেলার সূচনা করেন, যুবকদের শারীরিকভাবে দক্ষ ও ঐক্যবদ্ধ করতে। তারপর থেকে বৈশাখের ১২ তারিখ লালদীঘি হয়ে উঠেছে বলী খেলার অনন্য মঞ্চ।
করোনার কারণে ২০২০ ও ২০২১ সালে কিছুটা ছন্দপতন হলেও, এরপর থেকে প্রতি বছরই এই আয়োজন ঘিরে ফিরে এসেছে চট্টগ্রামের সাংস্কৃতিক প্রাণচাঞ্চল্য।
বিএনএনিউজ/ নাবিদ