বিএনএ, চট্টগ্রাম: নিজের স্কুলপড়ুয়া ১৩ বয়সী শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় চট্টগ্রামের সীতাকুণ্ডে গ্রেফতার হয়েছেন পিতা। ওই ব্যক্তির নাম মো. নুর নবী।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিকে জেল হাজতে পাঠানো হয়। এর আগে, বুধবার দিবাগত রাত দুইটার দিকে চট্টগ্রামের বন্দর থানার মেরিন গেট এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)।
মামলা সূত্রে জানা গেছে, গত ১২ এপ্রিল দুপুরে সীতাকুণ্ড পৌর সদরের মধ্যম মহাদেবপুর এলাকায় নিজের কেনা নতুন বিল্ডিংয়ের দেখাশোনার কথা বলে তার ১৩ বছরের মেয়েকে নিয়ে সেখানে যান নুর নবী। কিন্তু তাদের ফিরতে দীর্ঘক্ষণ লাগায় স্ত্রী গোলাপি খাতুন ওই বাড়িতে গিয়ে নিজ কন্যা ও স্বামীকে বিবস্ত্র অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করতে চেষ্টা করলে তার স্বামী তাকে বাধা দেন। বিষয়টি বাইরের কাউকে না জানাতে নিষেধ করেন। ঘটনার পর তিনি অনেকটাই হতবিহ্বল হয়ে পড়েন। পরে তিনি বিষয়টি তার পরিবারের লোকজনকে অবহিত করার পাশাপাশি স্বামীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। চট্টগ্রাম বন্দরে কর্মরত অভিযুক্ত ওই ব্যক্তির তিনজন কন্যাসন্তান রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার (ওসি) তদন্ত আলমগীর হোসেন বলেন, নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে স্ত্রীর দায়ের করা মামলায় আসামি নুর নবীকে নগরীর বন্দর এলাকা থেকে গ্রেফতার করা হয়। এরপর থানায় হস্তান্তর করলে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়।
বিএনএনিউজ/ নাবিদ