14 C
আবহাওয়া
১১:০৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » নাটোরে ইসতিসকার নামাজ আদায়

নাটোরে ইসতিসকার নামাজ আদায়

নাটোরে ইসতিসকার নামাজ আদায়

বিএনএ, নাটোর: দাবদাহের সঙ্গে কড়া রোদ আর অসহ্য গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। বৃষ্টির অভাবে নষ্ট হচ্ছে আম, লিচু ও ফসল। তীব্র এই গরম থেকে পরিত্রাণের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাটোরের নলডাঙ্গায় সালাতুল ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ৬টায় নলডাঙ্গা পৌরসভার সোনাপাতিল মহিলা কলেজ মাঠে খোলা আকাশের নিচে ইসতিসকার নামাজ আদায় করেন নলডাঙ্গাবাসী। নামাজের ইমামতি করেন মো. আমিরুল ইসলাম।

নামাজ শেষে অনাবৃষ্টি ও প্রচণ্ড খরা থেকে রেহাই পেতে মহান আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত করেন নলডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক পেশ ইমাম ডা. ফজলুর রহমান।

মোনাজাতে মুসল্লিরা অঝোরে চোখের পানি ছেড়ে দেন এবং তওবা ও ক্ষমা প্রার্থনা করেন। নামাজ ও দোয়ায় ছাত্র, যুবকসহ আশপাশের শত শত ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ