14 C
আবহাওয়া
১০:২২ পূর্বাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » রাঙামাটিতে আধাবেলা অবরোধ চলছে

রাঙামাটিতে আধাবেলা অবরোধ চলছে

অবরোধ

বিএনএ ডেস্ক: ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ডাকে রাঙামাটি শহর ছাড়া জেলার অন্যান্য স্থানে অবরোধ চলছে। বৃহস্পতিবার ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্ষন্ত জেলায় অর্ধ দিবস সড়ক ও নৌপথ অবরোধ পালিত হচ্ছে।

বান্দরবানে কেএনএফবিরোধী যৌথ অভিযানের নামে ‌‘নিরীহ’ মানুষ হত্যা, গণগ্রেপ্তার, আটক, হয়রানি ও নিত্যপ্রয়োজনীয় জিনিস কেনার ওপর বিধিনিষেধের প্রতিবাদে এ অবরোধের ডাক দেওয়া হয়।

সকালের দিকে অবরোধকারীরা রাঙামাটি-মহালছড়ি-খাগড়াছড়ি সড়ক এবং নানিয়ারচর সড়কের টিএন্ডটি বাজার এলাকায় টায়ার জ্বালিয়েছেন। রাঙামাটি-মহালছড়ি-খাগড়াছড়ি সড়কে কোনো যানবাহন চলছে না। একই সড়কের কতুকছড়ি, সাপছড়ি এলাকাসহ বিভিন্ন এলাকার সড়কও অবরোধ রয়েছে।

অন্যদিকে বাঘাইছড়ি উপজেলার দীঘিনালা-বাঘাইছড়ি-সাজেক সড়কেও অবরোধ পালিত হচ্ছে। সেখানেও কোনো ধরনের যানবাহন চলাচল করছে না।

বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে রাঙামাটি শহর এলাকায় সড়ক ও নৌপথ অবরোধ শিথিলের ঘোষণা দেয় ইউপিডিএফ।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ