বিএনএ, নেত্রকোনা : নেত্রকোনায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. আরিফ মিয়া (২০) নামে এক তরুণ মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তিনি জেলার মোহনগঞ্জ উপজেলার নওহাল গ্রামের বাবুল মিয়ার ছেলে।
মঙ্গলবার (২৫ এপ্রিল২০২৩) দুপুরের দিকে নেত্রকোনা-কলমাকান্দা সড়কের গুতুরাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী সালমান (২০) ও তুষার মিয়া (১৮) নামে আরও দুই তরুণ আহত হয়।
মোহনগঞ্জ থেকে তিন যুবক মোটরসাইকেলে করে কলমাকান্দা যাচ্ছিলেন। গুতুরাবাজারে আসা মাত্রই উল্টোদিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা আরিফসহ তিনজন গুরুতর আহত হন।
স্থানীয়রা আরিফকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিএনএ,ফেরদৌস আহামেদ বাবুল,বিএম