25 C
আবহাওয়া
৫:০১ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » ঈদে সোয়া কোটি সিম ব্যবহারকারী ঢাকা ছাড়েন

ঈদে সোয়া কোটি সিম ব্যবহারকারী ঢাকা ছাড়েন

সিম ব্যবহারকারী

পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটিতে সোয়া কোটি সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন। অন্যদিকে গত দুই দিনে রাজধানীতে ফিরেছেন ৪১ লাখ ৬১ হাজার ৪৫২ জন।

অনেকের কাছে  একাধিক সিম থাকায় ঠিক কতজন ঢাকা ছেড়েছেন বা প্রবেশ করেছেন, তা নিশ্চিত করে বলা যায় না।

মঙ্গলবার (২৫ এপ্রিল ২০২৩) ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে  এক পোস্টে জানিয়েছেন, গত ১৮ এপ্রিল ঢাকা ছেড়েছে ১২ লাখ ২৮ হাজার ২৭৮ জন গ্রাহক। ১৯ এপ্রিল ১৬ লাখ ৭২ হাজার ৬৪৫ জন গ্রাহক, ২০ এপ্রিল ২৪ লাখ ৫৩ হাজার ৯০৯ জন, ২১ এপ্রিল ৩১ লাখ ৯৭ হাজার ৪০৮ জন গ্রাহক ঢাকা ছেড়েছেন।

সিম ব্যবহারকারী

ঈদের দিন ২২ এপ্রিল ঢাকা ছেড়েছেন ১৬ লাখ ৭ হাজার ৫৪৬ জন গ্রাহক, ২৩ এপ্রিল ১২ লাখ ২৮ হাজার ৮০১ জন। আর ২৪ এপ্রিল ঢাকা ছেড়েছেন ৯ লাখ ৩৯ হাজার ৮০৮ জন সিম ব্যবহারকারী।

অন্যদিকে ঈদ শেষে রোববার (২৩ এপ্রিল) ঢাকায় ফিরেছেন ৪ লাখ ৯২ হাজার ৬১৯ জন সিম ব্যবহারকারী। সোমবার (২৪ এপ্রিল) ঢাকায় ফিরেছেন ৮ লাখ ৭৮ হজার ৪২ জন সিম ব্যবহারকারী। আর গত সাতদিনে ঢাকায় ফিরেছেন ৪১ লাখ ৬১ হাজার ৪৫২ জন সিম ব্যবহারকারী।

গ্রামীণফোনের সিম

পরিসংখ্যান অনুযায়ী, ঈদের ছুটিতে এবার সবচেয়ে বেশি ঢাকা ছেড়েছেন গ্রামীণফোনের সিম ব্যবহাকারীরা। ছুটির মধ্যে ঢাকায় বেশি ঢুকেছেন বাংলালিংক সিম ব্যবহারকারী।

এই পরিসংখ্যান দেশের মোবাইল অপারেটরদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে বলে মন্ত্রী মোস্তাফা জব্বার সংবাদমাধ্যমকে জানিয়েছেন। তবে একজন ব্যক্তির একাধিক সিম থাকতে পারে বলে পরিসংখ্যান দিয়ে ঠিক কতজন ঢাকা ছেড়েছেন বা প্রবেশ করেছেন, তা সুস্পষ্ঠভাবে বলা যাবে না।

মন্ত্রী মোস্তাফা জব্বার

মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘একজন ব্যক্তি সর্বোচ্চ ১৫টি মোবাইল সিম ব্যবহার করতে পারেন। কিন্তু গড়ে প্রতিজনের কাছে দেড়টা সিম আছে। অর্থাৎ ১৮ কোটি সিমের ব্যবহারকারী ১২ কোটি মানুষ বলে ধরা যায়।’ সূত্র সময় নিউজ

বিএনএ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ