16 C
আবহাওয়া
৬:৪৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল সিঙ্গাপুরে

অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল সিঙ্গাপুরে

অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল সিঙ্গাপুরে

বিএনএ,স্পোর্টস ডেস্ক : টাকার অভাবে বাংলাদেশ নারী ফুটবল দল অলিম্পিক বাছাই ফুটবলের মতো আসরে অংশ নিতে পারেনি। কিন্তু তাদেরই অনুজরা অনূর্ধ্ব-১৭ দল ঠিকই এএফসি বাছাইয়ে অংশ নিতে সিঙ্গাপুর গিয়েছে। রোববার (২৩ এপ্রিল) রাতে রওয়ানা দিয়ে সোমবার (২৪ এপ্রিল) সকালে তারা সিঙ্গাপুর গিয়ে পৌঁছেছে।

সিঙ্গাপুর পৌঁছে বাংলাদেশ দল বিশ্রামে যায়।মঙ্গলবার (২৫ এপ্রিল) তারা অনুশীলন করবে। এই আসরে বাংলাদেশ দল খেলবে ‘ডি’ গ্রুপে। বাংলাদেশ ছাড়া গ্রুপে দল ২টি। অপর ২টি দল হলো তুর্কমেনিস্তান ও স্বাগতিক সিঙ্গাপুর।

বাংলাদেশের প্রথম খেলা বুধবার (২৬ এপ্রিল) সিঙ্গাপুরের জালান বাসি স্টেডিয়ামে। প্রতিপক্ষ তুর্কমেনিস্তান। স্বাগতিকদের বিপক্ষে খেলবে ৩০ এপ্রিল। তিন দলের গ্রুপ থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা এক দল খেলবে পরবর্তী রাউন্ডে।

বিএনএনিউজ/বিএম,জিএন

Loading


শিরোনাম বিএনএ