30 C
আবহাওয়া
৮:৩০ পূর্বাহ্ণ - জুন ২৬, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের গন্ধ

রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের গন্ধ

বুধবার গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

বিএনএ, ঢাকা : রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের দুর্গন্ধ পাচ্ছেন এলাকাবাসী। অনেকে আতঙ্কিত হয়ে ৯৯৯ এ ফোন দিয়েছেন। তবে এতে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সোমবার (২৪ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটেছে। নাখালপাড়া রেলগেট ও শাহীনবাগ এলাকার আতঙ্কিত বাসিন্দারা সন্ধ্যায় রাস্তায় নেমে আসেন বলে জানা গেছে। মগবাজার, ইস্কাটন, গ্রীন রোড, পূর্ব রাজা বাজার, মহাখালী, আজিমপুর, ধানমন্ডি, মালিবাগ, বাড্ডা, মুগদায়ও গ্যাসের গন্ধ পাওয়ার খবর পাওয়া গেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল বলেন, ‘সন্ধ্যা থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের গন্ধ পাওয়ার অভিযোগ পাচ্ছিলাম। তাই এ বিষয়ে খোঁজ নিতে রাত ১১টা ২০ মিনিটের দিকে আমাদের দুটি গাড়িকে খিলগাঁও ও লালবাগ এলাকায় পাঠানো হয়। তবে সেখানে গিয়ে আগুন লাগার কোনো তথ্য পাওয়া যায়নি, বাসিন্দারা জানান যে তারা গ্যাসের গন্ধ পাচ্ছেন।’

তিতাসের জরুরি গ্যাস নিয়ন্ত্রণ বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ‘গ্যাস সঞ্চালন লাইনে প্রেশার বেড়ে যাওয়ার কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়েছে, তবে প্রেশার কমানোর চেষ্টা করা হচ্ছে।’

এক বার্তায় তিতাস থেকে বলা হয়, ঈদে শিল্প কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ থাকায় সঞ্চালন ও বিতরণ লাইনে গ্যাসের চাপ বেড়ে যাওয়ায় (ওভার-ফ্লো) গন্ধ বাইরে আসছে৷ তিতাসের জরুরি ও টেকনিক্যাল টিম বিষয়টি নিয়ে কাজ করছে৷ নগরবাসীকে আতঙ্কিত না হবার পরামর্শ দেয়া হয়েছে৷

এই ঘটনায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ফেসবুকে এক স্ট্যাটাসে বলেন, ঢাকার বেশ কয়েকটি জায়গাতে গ্যাসের গন্ধ পাবার খবরে নাগরিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ করছি। গ্যাস বিতরণ কোম্পানি তিতাস গ্যাস কর্তৃপক্ষ এরইমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ