22 C
আবহাওয়া
৯:১৯ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » হেফাজতের নাশকতাকারীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

হেফাজতের নাশকতাকারীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

হেফাজতের নাশকতাকারীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনএ ঢাকা: সম্প্রতি হেফাজতে ইসলামের যারা বিভিন্ন জায়গায় নাশকতা করেছে তাদের কোনো ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারী উচ্চারণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।তারা যে ধরনের অপরাধ করেছে সেজন্য তাদেরকে অবশ্যই আইনের মুখোমুখি হতে হবে বলেও জানান তিনি।

রোববার(২৫ এপ্রিল)ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের অক্সিজেন সিলিন্ডার সেবা উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

সে সময় আসাদুজ্জামান খাঁন কামাল আরও বলেন, হেফাজত একটি অরাজনৈতিক সংগঠন। সেখানে তাদের রাজনীতি করার কোনো কথা নেই। এরপরও কেন তারা রাজনীতিতে আসে তা বোধগম্য নয়।কেন তারা বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি দেন,সেটাও জানা নেই।হেফাজতের নেতারা ছাড়াও ইসলামিক নেতারা এর সঙ্গে দ্বিমত পোষণ করছেন।

মন্ত্রী বলেন, একসময় জঙ্গি সন্ত্রাসে যারা নেতৃত্ব দিয়েছে, তারাই একত্রিত হয়ে নতুন সাইনবোর্ডে হেফাজতকে নেতৃত্ব দিচ্ছে।ইতোমধ্যে তাদেরকে শনাক্ত করা হয়েছে।অবশ্যই তাদেরকে আইনের মুখোমুখি করা হবে বলে জানান আসাদুজ্জামান খাঁন কামাল।

এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, মানুষকে সেবা দেয়ার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছেন। নেতাকর্মীরা অক্সিজেনের পাশাপাশি  সবার কাছে খাদ্য পৌঁছে দিচ্ছে। অনাহারে কেউ মরেনি। চিকিৎসা সেবা বঞ্চিত হয়েছে এমন কথা শোনা যায়নি।

মাস্ক ছাড়া কেউ যাতে বাইরে না বের হন-সেই অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সবাই স্বাস্থ্যবিধি মেনে চললে করোনার এই সংক্রমণ থেকে নিজেদের রক্ষা করা সম্ভব হবে।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ