বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে করোনায় মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। মৃত্যুর মিছিল যেন থামছে না। মৃত্যুর সংখ্যা একদিন কমলে বেড়ে যাচ্ছে পরেরদিন। চলতি মাসে গত ২৫ দিনে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিলে যোগ দিয়েছেন ১০৮ জন।
গত চব্বিশ ঘণ্টায় চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে নগরের ৮ জন এবং উপজেলার ৩ জন। এতে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯৭ জন।
চট্টগ্রামের ১০টি ল্যাবের মধ্যে গত চব্বিশ ঘণ্টায় ৬টি ল্যাবে ১ হাজার ৩৩০টি নমুনা পরীক্ষা হয়েছে। এতে করোনায় আক্রান্তের সংখ্যা দেখানো হয়েছে ১৭১ জন। যাদের মধ্যে নগরের ১৪১ জন এবং উপজেলার ৩০ জন রয়েছে।
ফলে চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ হাজার ৮৮৭ জন। যাদের মধ্যে নগরের ৩৯ হাজার ২৪১ জন এবং উপজেলার ৯ হাজার ৬৪৬ জন। রোববার (২৫ এপ্রিল) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৩১৭টি নমুনা পরীক্ষায় ৪৩ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ল্যাবে ৪৬৮টি নমুনা পরীক্ষায় ৩৫ জন, বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৫৭টি নমুনা পরীক্ষায় ২৪ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৩১২টি নমুনা পরীক্ষায় ৩৫ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৬২টি নমুনা পরীক্ষায় ৩২ জন এবং মেডিকেল সেন্টার ল্যাবে ১৪টি নমুনা পরীক্ষায় ২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু), কক্সবাজার মেডিকেল কলেজ ও আগ্রাবাদ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে নমুনা পরীক্ষা হয়নি।
চট্টগ্রাম সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বলেন, গত চব্বিশ ঘণ্টায় ৬টি ল্যাবে ১ হাজার ৩৩০টি নমুনা পরীক্ষায় ১৭১ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ১৪১ জন এবং উপজেলার ৩০ জন। এসময় করোনায় ১১ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে নগরের ৮ জন এবং উপজেলার ৩ জন। এতে সংখ্যা দাঁড়িয়েছে ৪৯৭ জন।
বিএনএনিউজ/আমিন