26 C
আবহাওয়া
১:২৭ পূর্বাহ্ণ - মার্চ ২৬, ২০২৫
Bnanews24.com
Home » আজ বাংলাদেশি জার্সিতে অভিষেক হচ্ছে হামজার

আজ বাংলাদেশি জার্সিতে অভিষেক হচ্ছে হামজার


বিএনএ, স্পোর্টস ডেস্ক : এএফসি এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে আজ সন্ধ্যায় ভারতের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশের জাতীয় ফুটবল দল। এই ম্যাচেই বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লীগের তারকা খেলোয়াড় হামজা চৌধুরীর।

মঙ্গলবার (২৫ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় ভারতের মেঘালয়ের শিলংয়ে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

হামজা চৌধুরীর মতো আন্তর্জাতিক মাপের ফুটবলার এর আগে বাংলাদেশ তো বটেই, দক্ষিণ এশিয়ার অন্য কোনো দলের হয়েও কখনও খেলেননি।

ফলে তাকে ঘিরে দেশটির ফুটবল প্রেমীদের মধ্যে বাড়তি উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে।

অন্যদিকে, ম্যাচের ঠিক আগেই অবসর ভেঙে আবার জাতীয় দলের জার্সি গায়ে তুলে নিয়েছেন ভারতের সফলতম ফুটবল অধিনায়ক ও সবচেয়ে বেশি আন্তর্জাতিক গোল স্কোরার সুনীল ছেত্রী।

এ অবস্থায় আজকের খেলাটিকে দু’দেশের সমর্থকদের অনেকে হামজা চৌধুরী বনাম সুনীল ছেত্রীর ম্যাচ হিসেবে দেখছেন।

ভারত ম্যাচের জন্য বাংলাদেশের স্কোয়াড

হামজা চৌধুরী, জামাল ভূঁইয়া, মিতুল মার্মা, সুজন হোসেন,মেহেদী হাসান শ্রাবণ, শাকিল আহাদ, রহমত মিয়া, শাকিল হুসাইন, ইশা ফয়সাল, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, মোহাম্মদ হৃদয়, কাজেম কিরমানি, মো. সোহেল রানা, সোহেল রানা, চন্দন রায়, মুজিবর রহমান, শেখ মোরসালিন, ফয়সাল আহমেদ, রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ