33 C
আবহাওয়া
৭:০৫ অপরাহ্ণ - মে ৩, ২০২৪
Bnanews24.com
Home » সন্ত্রাসী হামলাকারীদের শাস্তি দেয়া হবে-প্রেসিডেন্ট পুতিন

সন্ত্রাসী হামলাকারীদের শাস্তি দেয়া হবে-প্রেসিডেন্ট পুতিন

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

বিশ্ব ডেস্ক: মস্কোর একটি কনসার্ট হলে গণহত্যায় নিহতের সংখ্যা বেড়ে  ১৩৭ জনে দাড়িয়েছে। এ ঘটনায় রাশিয়া রবিবার(২৪ মার্চ ) জাতীয় শোক দিবস পালন করেছে। ইসলামিক স্টেট জিহাদি গোষ্ঠী কর্তৃক দাবি করা ইউরোপের সবচেয়ে মারাত্মক হামলা।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন “বর্বরোচিত সন্ত্রাসী হামলার” পিছনে যারা জড়িত তাদের কঠোর শাস্তি দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, যে চারজন বন্দুকধারী ইউক্রেনে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

কিয়েভ দৃঢ়ভাবে হামলার সাথে কোনো সংযোগ থাকার কথা অস্বীকার করেছে, প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পুতিনকে মিথ্যা দোষারোপ করার চেষ্টা করার অভিযোগ করেছেন। খবর মস্কো টাইমস।

রবিবার সকালে পাবলিক টেলিভিশন চ্যানেল রাশিয়া ২৪ বলেছে, “এই অমানবিক ট্র্যাজেডিতে যারা তাদের প্রিয়জনকে হারিয়েছে তাদের সাথে পুরো দেশ শোকে কাতর।”

পুতিন, হামলার বিষয়ে তার একমাত্র প্রকাশ্য মন্তব্যে, আইএসের দায় স্বীকারের কোনো উল্লেখ করেননি।

শুক্রবার সন্ধ্যায় মস্কোর উত্তর শহরতলির ক্রাসনোগর্স্কের ক্রোকাস সিটি হলে ছদ্মবেশী বন্দুকধারীরা হামলা চালালে এবং তারপরে বিল্ডিংয়ে আগুন দিলে তিন শিশুসহ অন্তত  ১৩৭ জন নিহত হয়।

বিএনএ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ