বিএনএ, কুবি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছে ছাত্রলীগের একাংশ। এসময় তারা এক মিনিট নিরবতা পালন করেন। শুক্রবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ কর্মসূচি পালন করেন তারা৷
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাদেত মো. সায়েম, কাজী নজরুল ইসলাম হল শাখা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান পলাশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের (ভারপ্রাপ্ত) সভাপতি তারারাতবির হোসেন পাপন মিয়াজি ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শরীফ মিয়া, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের যুগ্ম সাধারণ সম্পাদক সালমান চৌধুরী হৃদয়, নবাব ফয়জুন্নেছা চৌধুরাণী হল শাখা ছাত্রলীগের সভাপতি ইসরাত জাহান জেরিন, শেখ হাসিনা হল শাখা ছাত্রলীগের সভাপতি কাজী ফাইজা মাহজাবিনসহ শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতারা।
এ সময় নেতাকর্মীরা বলেন, ‘২৫ মার্চ ভয়াল কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী এদেশে গণহত্যা চালিয়েছিল। আজকের দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সহিত স্মরণ করার পাশাপাশি ৩০ লক্ষ শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি যারা দেশের জন্য আত্মত্যাগ করেছে। তাদের এই আত্মত্যাগ আমাদের বিজয়কে সহজ করে দিয়েছিল।’
বিএনএনিউজ/ হাবিবুর রহমান, বিএম