30 C
আবহাওয়া
৪:৫৬ অপরাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » গণহত্যা দিবসে রাঙামাটিতে আলোচনা সভা

গণহত্যা দিবসে রাঙামাটিতে আলোচনা সভা

গণহত্যা দিবসে রাঙামাটিতে আলোচনা সভা

বিএনএ, রাঙামাটি : ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে রাঙামাটিতে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ মার্চ (শনিবার) জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা মৎস্য জীবী কর্মকর্তা শ্রীবাস চন্দ্র, রাঙামাটি রোভার স্কাউটসের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবছার আলী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ বাংলার নিরীহ মানুষের ওপর পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড চালায় পাকিস্তান। এই রাতে হাজার হাজার মানুষকে হত্যা করে তারা। এই নৃশংসতা ও বর্বরতা সত্ত্বেও বাঙালিরা পিছু হটেনি। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাঙালিরা স্বাধীনতা অর্জন করে। দিনটিকে জাতিসংঘ কর্তৃক গণহত্যা দিবস ঘোষণার দাবি জানান বক্তারা।

এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ, আঞ্চলিক পরিষদের সদস্য হাজী কামাল উদ্দিন, কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম, জেলার বীর মুক্তিযোদ্ধা, সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/ কাইমুল ইসলাম ছোটন, বিএম

Loading


শিরোনাম বিএনএ