বিএনএ: আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃত্ব স্বাধীনতার ঘোষণা দিতে ব্যর্থ হয়েছিল। তাই ২৫ মার্চের গণহত্যা হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২৫ মার্চ) দুপুরে গুলিস্তান মহানগর নাট্যমঞ্চে বিএনপি’র স্বাধীনতা দিবসের আলোচনা সভায় এসব কথা করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করেনি। অন্যের কাঁধে বন্দুক রেখে মুক্তিযোদ্ধা সাজার নাটক করেছে। সমগ্রজাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে। কিন্তু নতুন প্রজন্মের কাছে মিথ্যা ইতিহাস প্রচার করছে ক্ষমতাসীনরা।
বিএনপি মহাসচিব বলেন, মুখে গণতন্ত্রের কথা বলে পরিকল্পিতভাবে নতুন খেলায় মেতেছে আওয়ামী লীগ। আন্তর্জাতিক চাপে সরকার এবার নতুন কৌশলে নির্বাচন করতে চায়। তত্ত্বাবধায়কের অধীন নির্বাচন না হলে কঠোর আন্দোলনে দাবি আদায় করা হবে।
আলোচনায় বসতে সিইসির দেয়া চিঠিকে কমিশনের ‘অযথা চেষ্টা’ বলে অভিহিত করেন মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশনের চিঠি ইস্যুতে এখনই কথা বলতে চায় না বিএনপি। সোমবার (২৭ মার্চ) স্থায়ী কমিটির বৈঠকের পর আলোচনায় বসার সিদ্ধান্ত জানানো হবে।
বিএনএনিউজ/এ আর