23 C
আবহাওয়া
১০:১৪ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ২৫ মার্চ কালরাত ছিল গণহত‌্যার সূচনা: তথ‌্য প্রতিমন্ত্রী

২৫ মার্চ কালরাত ছিল গণহত‌্যার সূচনা: তথ‌্য প্রতিমন্ত্রী


বিএনএ ডেস্ক:তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান বলেছেন, ‘১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে গণহত্যা শুধু এক রাতের হত্যাকাণ্ড ছিল না। এটা ছিল বিশ্বসভ্যতার জন্য কলঙ্কজনক ও জঘন্যতম গণহত্যার সূচনা।’

বৃহস্পতিবার (২৫ মার্চ) রাজধানীর তথ্য ভবনে গণহত্যা দিবস উপলক্ষে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার দ্য সিডনি মর্নিং হেরাল্ড পত্রিকার ভাষ্য মতে, শুধু ২৫ মার্চ রাতেই বাংলাদেশে প্রায় ১ লাখ মানুষকে হত্যা করা হয়েছিল, যা ইতিহাসের জঘন্যতম ঘটনা। পরবর্তী ৯ মাসে একটি জাতিকে নিশ্চিহ্ন করে দেওয়ার লক্ষ্যে ৩০ লাখ নিরপরাধ নারী-পুরুষ-শিশুকে হত্যার মধ্য দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পূর্ণতা দিয়েছিল সেই ঘৃণ্য ইতিহাসকে।’

তরুণ প্রজন্মের কাছে স্বাধীনতার ইতিহাস ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘স্বাধীনতাবিরোধী চক্র এখনও সক্রিয়। এদের পরাজিত করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি অসাম্প্রদায়িক উন্নত বাংলাদেশ গড়তে হবে।’

ডিএফপি’র মহাপরিচালক স ম গোলাম কিবরিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তৃতা করেন— জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক শাহীন ইসলাম, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক বিধান চন্দ্র কর্মকার, বাংলাদেশ বেতারের মহাপরিচালক আহমেদ কামরুজ্জামান প্রমুখ।

এর আগে প্রতিমন্ত্রী চলচ্চিত্র, আলোকচিত্র ও ক্রোড়পত্র প্রদর্শনীর উদ্বোধন করেন।

Loading


শিরোনাম বিএনএ