14 C
আবহাওয়া
১২:১০ অপরাহ্ণ - জানুয়ারি ১১, ২০২৫
Bnanews24.com
Home » ধামরাইয়ে ট্রাকের চাপায় দুই সন্তানের জননী নিহত

ধামরাইয়ে ট্রাকের চাপায় দুই সন্তানের জননী নিহত

ধামরাইয়ে ট্রাকের চাপায় দুই সন্তানের জননী নিহত

বিএনএ, সাভার : ঢাকার ধামরাইয়ে মাটিবাহী ড্রাম ট্রাকের চাপায় নয়ন তারা নামে দুই সন্তানের জননী নিহত হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও এর চালক পলাতক রয়েছেন।বুধবার(২৪ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের কাওয়ালীপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত নয়ন তারা (৪৫) উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের কাওয়ালীপাড়া গ্রামের মৃত মোঃ লুৎফর রহমানের স্ত্রী।

পুলিশ জানায়, নিহত নয়ন তারা কাওয়ালীপাড়া দক্ষিণ পাড়া এলাকার বুচাই পাগলা স্বরনে স্থানীয় গ্রাম্য মেলা থেকে নিজ বাড়ি ফেরার পথে কাওয়ালী পাড়া এলাকায় বেপরোয়া গতির মাটিবাহী ড্রাম ট্রাকের চাপায় নিহত হন। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।

কাওয়ালীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক রাসেল মোল্লা বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিএনএ/ ইমরান খান,ওজি 

Loading


শিরোনাম বিএনএ