31 C
আবহাওয়া
১২:০২ পূর্বাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » চন্দনাইশে শিশু বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

চন্দনাইশে শিশু বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

চন্দনাইশে শিশু বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের চন্দনাইশে ১১ বছরের এক মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে লম্পট শিক্ষককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ওই শিক্ষকের নাম মাওলানা আবদুর রশিদ (২২)।

জানা যায়, গ্রেপ্তার হওয়া শিক্ষক মাওলানা আবদুর রশিদ বাঁশখালী থানার সরল ইউনিয়নের আবুল বশরের ছেলে। সে চন্দনাইশ উপজেলার ৮ নম্বর হাশিমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আর-রাহমাহ ইসলামিক একাডেমির শিক্ষকতা করতেন।

এ ঘটনায় রোববার সকালে শিশুটির পিতা মো. ইয়াছিন বাদী হয়ে চন্দনাইশ থানায় একটি মামলা দায়ের করেন। এর আগে ভুক্তভোগীর বাবার অভিযোগের প্রেক্ষিতে ওই শিক্ষককে আটক করে চন্দনাইশ থানায় নিয়ে আসা হয়।

এ ব্যাপারে শিশুর পিতা মো. ইয়াছিন জানান, আমার ছেলে সৈয়দাবাদ আর-রাহমাহ ইসলামিক একাডেমির হেফজ বিভাগে পড়াশোনা করে। গত বৃহস্পতিবার মাদ্রাসার শিক্ষক আবদুর রশিদ তার কক্ষে ডেকে নিয়ে গিয়ে জোরপূর্বক সেখানে আমার ছেলেকে বলাৎকার করে। পরে গতরাতে আমার ছেলে বাড়িতে গিয়ে তার মাকে এইসব কথা খুলে বলে। পরে আমার ছেলের কথার প্রেক্ষিতে আমি বাদী হয়ে চন্দনাইশ থানায় একটি মামলা দায়ের করি।

এ ব্যাপারে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ ওবায়দুল ইসলাম জানিয়েছেন, শিশু বলাৎকারের ঘটনায় মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মাওলানা আবদুর রশিদ ঘটনার বিষয়টি স্বীকার করেছেন।

বিএনএনিউজ/ নাবিদ/ বিএম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ