বিশ্ব ডেস্ক: ফিলিস্তিনি মুক্তি সংগ্রামের অবিসংবাদিত নেতা ও ফিলিস্তিন মুক্তি সংস্থার (পিএলও) সাবেক প্রধান ইয়াসির আরাফাতের স্মৃতিবিজড়িত ফিলিস্তিন অঞ্চলের গাজা উপত্যকার ঐতিহাসিক বাড়িটি গুঁড়িয়ে দিয়েছে ইসরাইলি সেনা বাহিনী। খবর আনাদোলু নিউজ এজেন্সি ও পার্সটুডে।
১৯৯৫ থেকে ২০০১ সাল পর্যন্ত ওই বাড়িতে বসবাস করতেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের সাবেক প্রেসিডেন্ট আরাফাত।
ফিলিস্তিনের সংস্কৃতি বিষয়কমন্ত্রী আতিফ আবু সাঈফ বলেন, ইসরাইলি অব্যাহত আগ্রাসন ও ধ্বংসযজ্ঞের অংশ হিসেবে দখলদার সেনারা পিএলও’র প্রতিষ্ঠাতা প্রধান ইয়াসির আরাফাতের বাড়ি ধ্বংস করেছে।
ফিলিস্তিনের সংস্কৃতি বিষয়কমন্ত্রী বলেন,ফিলিস্তিনি জনগণের মর্যাদা এবং সংগ্রামের প্রতীক মুছে ফেলার লক্ষ্যে বাড়িটি ধ্বংস করেছে দখলদার ইসরাইল।
এসজিএন