বিএনএ, বোয়ালখালী (চট্টগ্রাম): বোয়ালখালী উপজেলার মুরাদ মুন্সির হাটে সড়কের বাঁকে থাকা দোকানের জন্য গতি শ্লথ করতে হয় রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ ফায়ার সার্ভিসের গাড়িকে। জরুরি যাতায়াত থমকে যায় এই বাঁকে। বিপদজনক বাঁকটির কারণে যানজটসহ নিত্য ভোগান্তি পোহাতে হয় জনসাধারণকে। সড়ক ঘেঁষে রয়েছে দোকান। ফলে ফুটপাতও নেই এই সড়কের বাঁকে।
বিষয়টি নজরে আসায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন সড়কের বাঁকে থাকা স্থাপনা সরিয়ে নিতে বলেন স্থানীয় ব্যবসায়ীকে। সেই আহবানে সাড়া দিয়েছেন ওই দোকানদারও। তারপরও নিয়মিত তদারকি করছেন ইউএনও।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) আবারো স্থাপনা সরিয়ে নেওয়ার বিষয়ে সরজমিনে খোঁজ খবর নেন ইউএনও। তিনি গণমাধ্যমকে বলেন, ‘ফায়ার সার্ভিসসহ স্থানীয়দের অভিযোগ ছিলো। এমনিতে সড়কের পাশে জায়গা রাখতে হয়। একেবারে সড়ক ঘেঁষে স্থাপনা করার নিয়ম নেই। এ ধরণের স্থাপনা বড় দুর্ঘটনার কারণ হতে পারে।
এছাড়া জরুরি যাতায়াতে বাধাসৃষ্টি হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণও বেড়ে যায়। স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর বাঁক থেকে দোকান সরানো হল। এতে গাড়ি ও জন চলাচলে ভোগান্তি কমবে।
বিএনএ/ বাবর মুনাফ