20.7 C
আবহাওয়া
৪:২৫ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » সাতকানিয়া-লোহাগাড়া মৈত্রী সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন

সাতকানিয়া-লোহাগাড়া মৈত্রী সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন

সাতকানিয়া-লোহাগাড়া মৈত্রী সেতু

বিএনএ, সাতকানিয়া (চট্টগ্রাম): সাতকানিয়ায় টংকাবতী খালে সাতকানিয়া-লোহাগাড়া মৈত্রী সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন হয়েছে। শনিবার(২৫ ফেব্রুয়ারি ২০২৩) দুপুরে সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী। সাতকানিয়া উপজেলার বারদোনা বাহদিরপাড়া এলাকায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন।
কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ ইদ্রিসের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন চৌধুরী, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান, উপজেলা প্রকৌশলী পারভেজ সারোয়ার, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মাষ্টার ফরোখ আহমদ প্রমুখ।

সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী
সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী

এতে বক্তারা বলেন, নতুন এ সেতুর ফলে সাতকানিয়া ও লোহাগাড়ার মধ্যে দূরত্ব যেমন কমবে, তেমনি সময় বাঁচবে দ্বিগুণ। সাতকানিয়া সদর ও লোহাগাড়ার আমিরাবাদ ইউনিয়নের মধ্যে সৃষ্টি হবে অনন্য এক যোগাযোগ মাধ্যম।

৬ কোটি ৪৫ লাখ ৩৮ হাজার ৮২০ টাকা ব্যয়ে ৬৬ মিটার দৈর্ঘের দুই লেইনের ব্রিজটি নির্মাণ কাজ বাস্তবায়ন করছে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর।

বিএনএনিউজ২৪, এসএমএনকে, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ