17 C
আবহাওয়া
২:২৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » ধামরাইয়ে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ধামরাইয়ে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত


বিএনএ, সাভার: ঢাকার ধামরাইয়ে বেপরোয়া মাটিবাহী ড্রাম ট্রাকের চাপায় ইমরান হোসেন (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ সময় সিফাত আহম্মেদ (২৮) নামে এক স্কুল শিক্ষক গুরুতর আহত হয়েছে। পরে তাকে আহতবস্থায় সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের কাওয়ালিপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইমরান হোসেন ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নের চরখন্ড গ্রামের হাজী আব্দুর রহমানের ছেলে। আহত সিফাত আহম্মেদ একই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বড় হিস্যা জালসা উত্তর পাড়া এলাকার বেনজির মাস্টারের ছেলে। তিনি কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।

জানা যায়,  মাটিবাহী ড্রাম ট্রাক মোটরসাইকেলকে চাপা দিয়ে চলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে কালামপুর হলি জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইমরান হোসেনকে মৃত ঘোষণা করেন। এদিকে সিফাত আহম্মেদকে উন্নত চিকিৎসার জন্য সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

ধামরাই থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) পাবেল মোল্লা বলেন, সড়ক দুর্ঘটনার বিষয়ে কোন ম্যাসেজ পাইনি।

বিএনএ/ ইমরান খান, বিএম, ওজি

Loading


শিরোনাম বিএনএ