17 C
আবহাওয়া
৮:৫৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » রাঙামাটিতে ছুরিকাঘাতে যুবক খুন

রাঙামাটিতে ছুরিকাঘাতে যুবক খুন

রাঙামাটিতে ছুরিকাঘাতে যুবক খুন

বিএনএ, রাঙামাটি: রাঙামাটি শহরের ফরেস্ট রোডের কবরস্থানের পাশ থেকে ইজাবুল হক রাব্বি (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। শনিবার(২৫ ফেব্রুয়ারি) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনা দেখে ফেলায় আমীর আলী নামে একজনকেও ছুরিকাঘাত করা হয়েছে বলে জানা গেছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত রাব্বি শহরের কাটাপাহাড় এলাকার মোজাম্মেল হকের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে ফরেস্ট রোডের কবরস্থানের সামনে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠান।

পুলিশের ধারণা, মাদকের দ্বন্দ্বে ভোরে কেউ যুবককে ছুরিকাঘাতে খুন করে পালিয়ে যায়।

রাঙামাটি কোতোয়ালি থানার ওসি আরিফুল আমিন বলেন, সকালে শহরের ফরেস্ট রোডের কবরস্থানের সামনে থেকে ইজাবুল হক রাব্বি নামে ওই যুবকের লাশ উদ্ধার করেন তারা। মাদক নিয়ে দ্বন্দ্বের কারণে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে আপাতত মনে হচ্ছে। বাকিটা ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে বলা যাবে।

হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশ।

বিএনএ/ কাইমুল ইসলাম ছোটন,ওজি

Loading


শিরোনাম বিএনএ