17 C
আবহাওয়া
৯:০৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » ধামরাইয়ে মহাসড়কের পাশে যুবকের মরদেহ

ধামরাইয়ে মহাসড়কের পাশে যুবকের মরদেহ


বিএনএ, সাভার: ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত (৩৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ ফেব্রুয়ারী) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের ডাউটিয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে সাভার হাইওয়ে পুলিশ।

সাভার হাইওয়ে পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাতে যানবাহনের ধাক্কায় ওই ব্যক্তি নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তাঁর বয়স আনুমানিক ৩৫ বছর। সকালে স্থানীয় লোকজন রাস্তার পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে সকাল ৯টার দিকে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের পরনে ছিলো গেঞ্জি ও লুঙ্গি এবং তার একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন। এখনো নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।

পরিচয় সনাক্তসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

বিএনএ/ ইমরান খান,ওজি

Loading


শিরোনাম বিএনএ