23 C
আবহাওয়া
৯:৩৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৪, ২০২৪
Bnanews24.com
Home » ঢাকার পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের প্রতি শ্রদ্ধা

ঢাকার পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের প্রতি শ্রদ্ধা

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

রাজধানী ঢাকার পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর প্রতিনিধি এবং সামরিক-বেসামরিক কর্মকর্তা এবং নিহতের স্বজনেরা। ১৪ বছর আগে এ হত্যাকাণ্ড ঘটে।

শনিবার(২৫ ফেব্রুয়ারি ২০২৩) সকালে বনানী সামরিক কবরস্থানে নিহতদের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনে পুষ্পার্ঘ্য অর্পণ করেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর প্রতিনিধি এবং সামরিক-বেসামরিক কর্মকর্তা এবং নিহতের স্বজনেরা।

তা ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান ও বিমান বাহিনী প্রধান এবং বিজিবি মহাপরিচালক নিহতদের প্রতি শ্রদ্ধা জানান।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে নিহত সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

উল্লেখ্য, ২০০৯ সালের এই দিনে পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে শুরু হওয়া গণহত্যায় ৫৭ সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হন। বিপথগামী সদস্যরা কিছু দাবি-দাওয়া আদায়ের নামে অগ্নিসংযোগ, লুটপাট ও নির্মম হত্যাযজ্ঞের মাধ্যমে তাণ্ডব চালায়।

ওই ঘটনার পর পরিবর্তন করা হয় এই বাহিনীর নাম। সীমান্তের অতন্দ্র প্রহরী বাংলাদেশ রাইফেলস (বিডিআর)’র নাম বিলুপ্ত করে নামকরণ হয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরিবর্তন করা হয় পোশাক ও লোগো।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ