প্রত্যক্ষদর্শীরা জানান,একটি প্রাইভেট কারকে সন্দেহ হলে কর্মরত সার্জেন্ট নছরুল্লাহ গাড়িটিকে দাঁড় করাতে সংকেত দেন। কিন্তু গাড়িটি পালিয়ে যেতে চেষ্টা করে। পরবর্তীতে পথচারীদের সহায়তায় তিনি গাড়িটি আটক করেন। একপর্যায়ে চালক জানান গাড়িটি কর্ণফুলী এলাকা থেকে চুরি করে এনেছেন।
ট্রাফিক (উত্তর) বিভাগের উপ পুলিশ কমিশনার জয়নুল আবেদীন গণমাধ্যমকে জানান, সার্জেন্ট নছরুল্লাহ নিজ কর্তব্যে অবিচল থেকে দৃঢ়তার সঙ্গে কাজটি করেছেন। তার এ কাজে ট্রাফিক উত্তর বিভাগের কর্মদক্ষতার প্রকাশ ঘটেছে। তাকে পুরস্কৃত করা হবে।
বিএনএ/ওজি