19 C
আবহাওয়া
২:১০ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » কিয়েভে ট্যান্ক যেভাবে কারের ওপর উঠে যায়

কিয়েভে ট্যান্ক যেভাবে কারের ওপর উঠে যায়


ইউক্রেনের রাজধানী কিয়েভে একটি সামরিক ট্যান্ক নিয়ন্ত্রণ হারিয়ে কারের ওপর উঠে গেলে একজন প্রবীণ গুরুতর আহত হন। ঘটনাটি শুক্রবারের(২৫ফেব্রুয়ারি)। সামরিক যান চলে গেলে স্থানীয় কারের ভেতর থেকে প্রবীণ পুরুষকে বের হাসপাতালে প্রেরণ করেন।

ইউক্রেনের  রাজধানী কিয়েবের প্রধান বিমান বন্দর রাশিয়ার সৈন্যরা দখল করে নেয়ার খবরে ইউক্রেনের স্থল বাহিনী বিদেশি সৈন্যদের মোকাবেলায় সর্বাত্বক প্রস্তুতি নিয়েছে। দেশটির যুদ্ধ করতে সক্ষম নারী পুরুষ দলে দলে অস্ত্র চালনা প্রশিক্ষণ নিয়ে বিদেশি সৈন্যদের ঠেকাতে রাস্তায় রাস্তায় অবস্থান নিচ্ছে।

 

Loading


শিরোনাম বিএনএ