24 C
আবহাওয়া
৩:২২ পূর্বাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » সিরিজ জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন  

সিরিজ জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন  

এখন ধর্ম যার যার, উৎসব সবার:প্রধানমন্ত্রী

বিএনএ ডেস্ক, ঢাকা: আফগানিস্তানের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি এক বার্তায় অভিনন্দন জানান তিনি।

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে লিটন দাস ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নেন। পাশাপাশি অসাধারণ ব্যাটিং করেন মুশফিকুর রহিম। ব্যাটিং-বোলিং দুই ক্ষেত্রেই বাংলাদেশের পারফরম্যান্স ছিল অসাধারণ।

৪৫.১ ওভারে ২১৮ রানে অল আউট হয় আফগানিস্তান। ৮৮ রানের বিশাল ব্যবধানে টাইগার বাহিনীর কাছে পরাজিত হয় তারা।

বাংলাদেশের বিপক্ষে জয়ের জন্য ৩০৭ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নামে আফগানিস্তান। ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে হাসমাতুল্লাহ শহিদির দল। এরপর রাহমাত শাহ ও নাজিবুল্লাহ জাদরানের ব্যাটে ভালোই জবাব দিচ্ছিল আফগানরা। ৯০ বলে এই দুই ব্যাটার জুটিতে আসে ৮৯ রান।  ক্রিজে থিতু হয়ে যাওয়া জুটির উইকেট নিয়ে ম্যাচে বাংলাদেশের আধিপত্য ফেরান তাসকিন আহমেদ। এরপর বাকী ব্যাটারদের শুধুই যাওয়া আসা।

বাংলাদেশের পক্ষে তাসকিন ও সাকিব দুটি করে উইকেট নেন। এছাড়া মোস্তাফিজ, শরিফুল, মিরাজ, মাহমুদউল্লাহ ও আফিফ নেন ১টি করে।

এর আগে লিটন দাসের ১৩৬  ও মুশফিকুর রহিমের ৮৬ রানের ওপর ভর করে ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩০৬ রানের বিশাল সংগ্রহ গড়ে বাংলাদেশ।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ