26 C
আবহাওয়া
৪:৫৪ অপরাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » যুদ্ধের প্রথম দিনে ইউক্রেনে নিহত ১৩৭

যুদ্ধের প্রথম দিনে ইউক্রেনে নিহত ১৩৭

রাশিয়া

বিএনএ বিশ্ব ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণার পর বৃহস্পতিবার ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরু হয়। অভিযানের প্রথম দিনে ১৩৭ ইউক্রেনীয় নিহত হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমার জেলেনস্কি। অভিযানের মধ্যে ইউক্রেন ছেড়ে পালিয়ে গেছে কয়েক হাজার মানুষ। এ সংঘাতে প্রায় এক লাখ মানুষ ঘরবাড়ি ছেড়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে এক ভিডিও বার্তায় তিনি অভিযোগ করে বলেন, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন একা লড়াই করে যাচ্ছে। ভিডিও বার্তায় প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, আজ আমরা আমাদের ১৩৭ জন নায়কদের, আমাদের নাগরিক, সামরিক ও বেসামরিক ব্যক্তিকে হারিয়েছি।

তিনি জানান, প্রথম দিনের রুশ হামলায় আহত হয়েছেন আরও ৩১৬ জন ইউক্রেনের নাগরিক।

মিত্রদের ব্যাপারে অভিযোগ করে জেলেনস্কি বলেন, ‘আমাদের দেশকে রক্ষার জন্য আমরা একা লড়াই করছি। আমাদের সঙ্গে মিলে কে যুদ্ধ করতে প্রস্তুত? আমি কাউকে দেখি না।’

প্রথম দিনে ইউক্রেনে কমপক্ষে ১২ জন রুশ সেনার মৃত্যুর খবর জানিয়েছে রাশিয়া। হামলার প্রথম দিনটিকে সফল বলে মনে করছে মস্কো।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ