বিএনএ, ঢাকা : চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে ফিরলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
মির্জা ফখরুলের ব্যক্তিগত সহকারী ইউনুস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
শাহজালাল বিমানবন্দরে নামার পর হুইল চেয়ারে চড়ে গাড়িতে ওঠেন ফখরুল। হুইল চেয়ারে বসেই বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব।
শরীরের অবস্থা কেমন প্রশ্ন করা হলে ফখরুল বলেন, ভালো না। আই অ্যাম সিক। আমি অসুস্থ, এখনো সুস্থ নই। সিঙ্গাপুরে ১৪দিন কোয়ারেন্টাইনে থেকে তারপরে ডাক্তারদের সঙ্গে দেখা করে সব পরীক্ষা-নিরীক্ষা করে ফিরছি।
গত ৩০ জানুয়ারি স্ত্রীকে নিয়ে চিকিতসার জন্য সিঙ্গাপুর যান বিএনপি মহাসচিব। সেখানে ফারার পার্ক হসপিটালে তার চিকিতসা হয়। ২৫ দিন পর ফিরলেন বিএনপি মহাসচিব।
বিএনএনিউজ/এইচ.এম।