15 C
আবহাওয়া
১০:৩২ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৭, ২০২৫
Bnanews24.com
Home » করোনায় প্রাণহানি ২৫ লাখ ছাড়াল

করোনায় প্রাণহানি ২৫ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ১৩ কোটি ৫৯ লাখ ৯৪ হাজার ছাড়াল

বিএনএ ঢাকা : বিশ্বে করোনায় প্রাণহানি  ২৫ লাখ ছাড়িয়ে গেছে । আক্রান্তের সংখ্যা  ১১ কোটি ৩০ লাখ পেরোল ।  পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী,বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১১ কোটি ৩০ লাখ ৮৪ হাজার ৮৫২ জন। এ ছাড়া মারা গেছে এখন পর্যন্ত ২৫ লাখ ৭ হাজার ৭৬৮ জন। তবে ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮ কোটি ৮৭ লাখ ১ হাজার ৪৭২ জন।

করোনা সংক্রমণে যুক্তরাষ্ট্র একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৯ লাখ ৭৪ হাজার ৬২৩। এর মধ্যে মারা গেছে ৫ লাখ ১৮ হাজার ৩৬৩ জন এবং সুস্থ হয়ে উঠেছে ১ কোটি ৯৩ লাখ ৪০ হাজার ৩২৯ জন।

ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১ কোটি ১০ লাখ ৪৬ হাজার ৪৩২। এর মধ্যে মারা গেছে ১ লাখ ৫৬ হাজার ৭৪২ জন। দেশটিতে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ১ কোটি ৭৩ লাখ ৬ হাজার ৪৩৩ জন।

ব্রাজিলে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ কোটি ৩ লাখ ২৬ হাজার ৮ জন। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২ লাখ ৫০ হাজার ৭৯ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছে ৯২ লাখ ৮১ হাজার ১৮ জন।

রাশিয়ায় এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪২ লাখ ৯০২। এর মধ্যে মারা গেছে ৮৪ হাজার ৪৩০ জন। দেশটিতে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৩৭ লাখ ৫১ হাজার ৫৬২ জন।

যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৪১ লাখ ৪৪ হাজার ৫৭৭। এর মধ্যে মারা গেছে ১ লাখ ২১ হাজার ৭৪৭ জন। দেশটিতে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ২৬ লাখ ৬৬ হাজার ৪৬৬ জন।

বিএনএ/ওজি 

 

Loading


শিরোনাম বিএনএ