14 C
আবহাওয়া
৯:১৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৩, ২০২৫
Bnanews24.com
Home » ফেনীর স্টার লাইন ফুড প্রোডাক্টস কারখানায় আগুন

ফেনীর স্টার লাইন ফুড প্রোডাক্টস কারখানায় আগুন

চট্টগ্রামের রেলওয়ে বস্তিতে আগুনে বৃদ্ধার মৃত্যু

বিএনএ, ফেনী :  ফেনীর  দক্ষিণ কাশিমপুরে স্টার লাইন ফুড প্রোডাক্টসের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত এগারটার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

রাত দেড়টায় শেষ খবর পাওয়া পর্যন্ত আগুনের ভয়াবহতা  বেড়েছে। এতে ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে।

ফেনী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক পুর্ণচন্দ্র মুদসুদ্দী জানান ফেনী, সোনাগাজী, ছাগলনাইয়াসহ জেলার সবগুলো ইউনিট আগুন নেভাতে কাজ করছে। এছাড়া চৌমুহনীসহ জেলার আশপাশের ফায়ার সার্ভিসের আরও সহযোগিতা পেতে খবর দেওয়া হয়েছে।

তিনি জানান, প্রতিষ্ঠানের অভ্যন্তরে প্যাকেজিং কারখানা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন মূল কারখানায় ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

 

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ