24 C
আবহাওয়া
২:০৭ অপরাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » জামালপুরে চাঁদাবাজির মামলায় কলেজ অধ্যক্ষ জেলে

জামালপুরে চাঁদাবাজির মামলায় কলেজ অধ্যক্ষ জেলে


বিএনএ ডেস্ক:চাঁদাবাজির মামলায় জামালপুরে ঝাওলা গোপালপুর কলেজের অধ্যক্ষ মোফাজ্জল হোসেনকে দুই বছরের কারাদণ্ড ও একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা- অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে স্পেশাল জজ আদালতের বিচারক জহিরুল কবির এই রায় প্রদান করেন।

মামলার বিবরণে জানা যায়, ঝাওলা গোপালপুর কলেজে শিক্ষক পদন্নতির জন্য অধক্ষ্য মোফাজ্জল হোসেন ওই কলেজের উপাধক্ষ্য এবিএম ফরহাদ হোসেনসহ তিন শিক্ষকের কাছ থকে ৫০ হাজার টাকা করে চাঁদা নেন। পরে কাজ করে না দেওয়ায় ২০০৮ সালে উপাধক্ষ্য এবিএম ফরহাদ হোসেন বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন।

দীর্ঘ তদন্তে অভিযোগ প্রমাণিত হলে স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিজ্ঞ বিচারক জহিরুল কবির এ রায় ঘোষণা করেছেন।

রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন অ‌্যাডভোকেট জাহিদ আনোয়ার ও এপিপি নুরুল করিম ছোটন এবং বিবাদী পক্ষে আনোয়ারুল করিম শাহজাহান।

রায় ঘোষণার পর অধ্যক্ষ মোফাজ্জল হোসেনকে জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়া ওই অধ‌্যক্ষের বিরুদ্ধে কলেজ ফান্ডের ১২ লাখ ৬২ হাজার ৮৬৭ টাকা আত্মসাতের আরও একটি মামলা আদালতে বিচারধীন রয়েছে।

Loading


শিরোনাম বিএনএ