33 C
আবহাওয়া
৬:০৫ অপরাহ্ণ - এপ্রিল ১৩, ২০২৫
Bnanews24.com
Home » শীত বাড়তে পারে রোববার

শীত বাড়তে পারে রোববার

শীত বাড়তে পারে রোববার

বিএনএ, ডেস্ক: রোববার (২৬ জানুয়ারি) থেকে তাপমাত্রা আরও কমে যাবে। সে ক্ষেত্রে শৈত্যপ্রবাহের বিস্তৃতি বাড়ছে। আবার কোনো এলাকায় মাঝারি শৈত্যপ্রবাহের সম্ভাবনাও আছে বলে আবহাওয়া অধিদপ্তরের এক বার্তায় জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের বার্তায় বলা হয়েছে, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে, ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিরাজগঞ্জের বাঘাবাড়ীতে, ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তিন দিন ধরে দেশে সর্বনিম্ন তাপমাত্রা ধারবাহিকভাবে কমে আসছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, আগামীকাল দেশের তাপমাত্রা আজকের চেয়ে কমে যাবে। এ অবস্থা চলতে পারে আগামী সোমবার পর্যন্ত। তবে এরপর তাপমাত্রা আবার বাড়তে পারে।

আজ দেশের যে দুই জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে, সেগুলো হলো দিনাজপুর ও পঞ্চগড়। আজ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস।

আফরোজা সুলতানা জানান, আগামীকাল থেকে তাপ কমে কোনো কোনো এলাকায় মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তবে তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা কম।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ