20 C
আবহাওয়া
১০:২৯ অপরাহ্ণ - জানুয়ারি ২৬, ২০২৫
Bnanews24.com
Home » চলে গেলেন বিজিএমইএ’র সাবেক সভাপতি মোস্তফা গোলাম কুদ্দুস

চলে গেলেন বিজিএমইএ’র সাবেক সভাপতি মোস্তফা গোলাম কুদ্দুস

চলে গেলেন বিজিএমইএ’র সাবেক সভাপতি মোস্তফা গোলাম কুদ্দুস

বিএনএ,ঢাকা: বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি শিল্পপতি মোস্তফা গোলাম কুদ্দুস মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার ভোর ৬টা ৪০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার মৃত্যু হয়।

নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ’এর সভাপতি মোহাম্মদ হাতেম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিকেএমইএ’এর সভাপতি মোহাম্মদ হাতেম জানান, শনিবার জোহর নামাজের পর গুলশান আজাদ মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। বাদ মাগরিব কুমিল্লার মিয়ার বাজারে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

মোস্তফা গোলাম কুদ্দুস সোনালী লাইফ ইনস্যুরেন্স কোম্পানির চেয়ারম্যানও ছিলেন।

বিএনএনিউজ / আরএস

Loading


শিরোনাম বিএনএ