বিএনএ,চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি কৃষক মো. হাবিল আলী (৩২) আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) ভোর চারটার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে এই ঘটনা ঘটে।
আহতের নাম মো. হাবিল আলী শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি লম্বাপাড়া গ্রামের বাসিন্দা।
আহতের ভাই জামাল আলীর দাবি, ফজরের আজানের সময় তার ভাইসহ কয়েকজন গমের জমিতে পানি দিতে গেলে বিএসএফ গুলি করে। আমার ভাইয়ের নামে চোরাচালান সংক্রান্ত কোনো মামলা নাই।
ওয়ার্ড সদস্য কাসেদ আলী জানান, ভোর সাড়ে চারটার দিকে কৃষক হাবিল আলি তার গমের জমিতে পানি দিতে গিয়ে গুলিবিদ্ধ হয়। পরে তাকে আহত অবস্থায় স্বজনরা উদ্ধার করে অজ্ঞাত স্থানে চিকিৎসা দিচ্ছেন। এ সময় তারা ৪/৫ রাউন্ড গুলির শব্দ পেয়েছেন। বর্তমান পরিস্থিতিতে বিজিবির নির্দেশনায় সন্ধ্যা ছয়টার পর সীমান্তে না যাওয়ার নির্দেশনা দিলেও ভোরের আগেই তিনি কেন গেলেন তা গ্রহণযোগ্য নয়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. শঙ্কর কে বিশ্বাস জানান, শরীরে গুলিবিদ্ধ থাকায় এখনো আশঙ্কাজনক অবস্থায় আছে কৃষক হাবিল। তার পিঠের ডান পাশে গুলি লেগেছে। গুলিটি এখনো বের করা সম্ভব হয়নি। গুলি বের করার জন্য অপারেশনের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে বিজিবির ৫৯ ব্যটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, সীমান্তে বিএসএফের গুলির ঘটনায় পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে।
বিএনএনিউজ / আরএস