15 C
আবহাওয়া
১০:২৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৭, ২০২৫
Bnanews24.com
Home » মাতারবাড়ীকে অন্যতম বৃহৎ বন্দরে রূপান্তরে আগ্রহ প্রকাশ: রেড সি গেটওয়ে টার্মিনালের

মাতারবাড়ীকে অন্যতম বৃহৎ বন্দরে রূপান্তরে আগ্রহ প্রকাশ: রেড সি গেটওয়ে টার্মিনালের

মাতারবাড়ীকে অন্যতম বৃহৎ বন্দরে রূপান্তরে আগ্রহ প্রকাশ: রেড সি গেটওয়ে টার্মিনালের

বিএনএ, ডেস্ক: বাংলাদেশের গভীর সমুদ্রবন্দর মাতারবাড়ীকে এই অঞ্চলের অন্যতম বৃহৎ বন্দরে রূপান্তরে সহায়তার আগ্রহ প্রকাশ করেছে সৌদি মালিকানাধীন কোম্পানি রেড সি গেটওয়ে টার্মিনাল।

শুক্রবার (২৪ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে আমের এ আলিরেজা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি এই আগ্রহ প্রকাশ করেন।

প্রধান উপদেষ্টার উপ–প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, প্রধান উপদেষ্টা প্রতিষ্ঠানটিকে বাংলাদেশে আরও বিনিয়োগের এবং দেশে আরও বিদেশি বিনিয়োগে আকৃষ্ট করতে সহায়তা করার কথা বলেন।

বৈঠকে আলীরেজা বলেন, পতেঙ্গা টার্মিনাল পরিচালনাকারী রেড সি গেটওয়ে টার্মিনালের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে প্রায় ২০০ মিলিয়ন ডলার (প্রায় ২০ কোটি ডলার) বিনিয়োগের পরিকল্পনা করেছে। কোম্পানিটি সম্প্রতি চীন থেকে ২ কোটি ৫০ লাখ ডলারের কন্টেইনার হ্যান্ডলিং ক্রেন এবং অন্যান্য সরঞ্জাম আমদানির আদেশ দিয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও ২ কোটি ৫০ লাখ ডলারের সরঞ্জাম আমদানির কার্যাদেশ দেবে।

মাতারবাড়ীকে অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর হিসেবে উল্লেখ করে আলীরেজা বলেন, তাঁর কোম্পানি এই বন্দরে বিনিয়োগ এবং এটিকে এই অঞ্চলের অন্যতম প্রধান শিপিং হাবে পরিণত করতে আগ্রহী।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ ও জেনেভায় জাতিসংঘে ঢাকার স্থায়ী প্রতিনিধি তারেক আরিফুল ইসলাম বৈঠকে উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ / আরএস/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ