বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামে গোয়েন্দা সংস্থার সদস্য (ডিবি) পরিচয়ে ডাকাতির সময় খেলনা পিস্তলসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১১ টায় দক্ষিণ খুলশীর ৩ নং রোডের সানমার রয়েল রিচ বিল্ডিং থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ওয়াজেদ, মো. হোসাইন, মো. রুবেল হোসেন, মহি উদ্দিন, আব্দুস সবুর, ইয়াকুব, মোজাহের আলম, মো. রোমেল, ওসমান, আব্দুল মান্নান, শওকত আকবর ইমন।
পুলিশ জানায়, তারা প্রথমে গোয়েন্দা পরিচয় দিয়ে ভবনে প্রবেশ করে। এরপর সিকিউরিটি গার্ডকে বেঁধে ফেলে এবং ডাকাতির প্রস্তুতি নিতে থাকে। পরে তারা ভবনের ৮ম তলায় একটি ফ্ল্যাটে ঢুকে পড়ে। আশপাশের লোকজনের সহযোগিতায় খুলশী থানা পুলিশ ৯ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে আরও ২ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে গোয়েন্দাদের ভুয়া পরিচয়পত্র, খেলনা অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিসি দক্ষিণ) ফয়সাল আহমেদ জানান, ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার বিষয়ে তদন্ত চলছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বিএনএনিউজ / আরএস/শাম্মী