বিএনএ ঢাকা : রাজধানীর মিরপুর দিয়াবাড়ি সিটি কলোনী এলাকায় পূর্ব শত্রুতার জেরে মোহাম্মদ মিলন(২২) নামে এক পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত দশটার দিকে এই ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে, কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে বারোটার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের বন্ধু শাওন জানান, নিহত মিলন মিরপুর দিয়াবাড়ি এলাকায় মিতালী গার্মেন্টস নামের একটি প্রতিষ্ঠানের পোশাক শ্রমিক ছিল। গতকাল রাতে আমাদের তিন ছোট ভাই মিরপুর সিটি কলোনি এলাকা দিয়ে হেঁটে যাওয়ার সময় কলোনির কয়েক জন বখাটে ছেলে মিলে ঐ তিনজনকে মারধর করে তাদের কাছে থাকা মোবাইল ছিনিয়ে নেয়। পরে আমরা ১০/১২ জন যাই বিষয়টা মিউচুয়াল করার জন্য। এ সময় তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এই নিয়ে সূর্যসহ আরো কয়েকজন আমাদের উপরে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় । এতে মিলনসহ আরো দুই তিন জন আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে মিলনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন । এই বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরো জানান , নিহত মিলন রংপুর জেলার মিঠাপুকুর থানা এলাকার আনারুল এর ছেলে । বর্তমানে মিরপুর-১ দিয়াবাড়ি এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকেন। নিহতের একটি তিন মাসের বাচ্চা রয়েছে ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে । বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। এই বিষয়ে সুজন নামে আরেকটি ছেলে গুরুতর আহত হয়েছে।
বিএনএ/ আজিজুল, ওজি/শাম্মী