29 C
আবহাওয়া
২:১৬ অপরাহ্ণ - জুন ২০, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

রাজধানীতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

আনোয়ারায় যুবতীর মরদেহ উদ্ধার

বিএনএ, ঢাকা : রাজধানী বনানী এলাকার ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা (৫০) এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে বনানী কবরস্থানের পাশে এ ঘটনা ঘটে।

সন্ধ্যার দিকে এ তথ্য নিশ্চিত করেন বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সানুমং মারমা।

তিনি জানান, দুপুরে বনানী কবরস্থানের পাশে রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই ব্যক্তি। এ সময় কমলাপুর রেলস্টেশন থেকে যাওয়া বনলতা এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। নিহতের নাম ঠিকানা জানার চেষ্টা চলছে।

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজে মর্গে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ