32 C
আবহাওয়া
৯:০৬ অপরাহ্ণ - মে ৩০, ২০২৪
Bnanews24.com
Home » রাঙামাটিতে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে প্রশাসনের অভিযান

রাঙামাটিতে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে প্রশাসনের অভিযান

রাঙামাটিতে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে প্রশাসনের অভিযান

বিএনএ, রাঙামাটি: পার্বত্য চট্টগ্রামের রাঙামাটিতে নম্বরবিহীন অটোরিকশা ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে শহরের বনরূপা এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দ্বীন আল জান্নাত।

জানা যায়, অভিযানে ৮টি ড্রাইভিং-লাইসেন্স ও নম্বরবিহীন অটোরিক্সাকে ৭ হাজার ৫০০ টাকা এবং অতিরিক্ত দামে ডিম বিক্রি ও দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারা মোতাবেক এক ডিম ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দ্বীন আল জান্নাত বলেন, যারা বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে এবং ব্যবসায়ীদের বাধ্যতামূলক দোকানে মূল্য তালিকা প্রদর্শনের জন্য বলা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

বিএনএনিউজ/ কাইমুল ইসলাম ছোটন/ বিএম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ