22 C
আবহাওয়া
১০:৩৮ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » গাজায় গণহত্যা: মামলার রায় শুক্রবার

গাজায় গণহত্যা: মামলার রায় শুক্রবার

জাতিসংঘের আন্তর্জাতিক বিচারিক আদালত

বিশ্ব ডেস্ক:  জাতিসংঘের আন্তর্জাতিক বিচারিক আদালত ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দায়ের করা গণহত্যা মামলার রায়  প্রকাশ করবে শুক্রবার(২৬ জানুয়ারি)। ফিলিস্তিনের গাজা উপত্যাকায় ইসরায়েলের গণহত্যার অভিযোগে এ মামলা দায়ের করা হয়েছিল।

এরআগে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার গণহত্যা মামলার দুই দিনের গণশুনানি ১১ জানুয়ারি শেষ হয়।

ফিলিস্তিন বার্তা সংস্থা WAFA বৃহস্পতিবার(২৫ জানুয়ারি) জানায়,  গাজায় গণহত্যার অপরাধ প্রতিরোধ ও শাস্তি সংক্রান্ত কনভেনশনের দক্ষিণ আফ্রিকার আবেদন সংক্রান্ত মামলার বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালত শুক্রবার তার সিদ্ধান্ত প্রদান করবে।

দুপুর ১টায় আদালত শুরু হবে। হেগের শান্তি প্রাসাদে, যে সময় আদালতের রাষ্ট্রপতি আদালতের আদেশ পাঠ করবেন।

গত ২৯ ডিসেম্বর ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা গাজায় আগ্রাসনের জন্য ইসরায়েলকে “গণহত্যামূলক কাজ” করার অভিযোগ এনে একটি মামলা দায়ের করে।

গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ২৫হাজার৭০০ জন নিহত এবং ৬৩হাজার ৭৪০ জন আহত হয়েছে।

বিএনএ, এসজিএন/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ