20 C
আবহাওয়া
১:৪৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৭, ২০২৫
Bnanews24.com
Home » লোহাগাড়ায় ২১০০পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

লোহাগাড়ায় ২১০০পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১


বিএনএ, (লোহাগাড়া) চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়ায় আবুল কালাম (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ২ হাজার ১`শ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

সোমবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ওসি মুহাম্মদ আতিকুর রহমান।

আবুল কালাম কক্সবাজার জেলার উখিয়ার মরিচ্চ্যা হলুদিয়া পালং এলাকার মৃত আবদুর রহিমের পুত্র।

ওসি মুহাম্মদ আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে এসআই মুহাম্মদ গোলাম কিবরিয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম চুনতি এলাকায় অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ২ হাজার ১`শ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

তিনি বলেন, গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তাকে আজ মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকালে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।

বিএনএ/রায়হান, এমএফ

Loading


শিরোনাম বিএনএ