24 C
আবহাওয়া
৮:৫১ অপরাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » আজ থেকে চালকরা ৮ ঘণ্টার বেশি ট্রেন চালাবেন না

আজ থেকে চালকরা ৮ ঘণ্টার বেশি ট্রেন চালাবেন না

রেল ইঞ্জিনের চাপায় মিস্ত্রির মৃত্যু

বিএনএ, ঢাকা : মাইলেজ ভাতার দাবিতে আন্দোলনে নামা রেলওয়ের চালকসহ রানিং স্টাফরা আজ (মঙ্গলবার) থেকে দিনে আট ঘণ্টার বেশি ট্রেন চালাবেন না বলে ঘোষণা দিয়েছেন।

সোমবার (২৪ জানুয়ারি) রেলওয়ে রানিং স্টাফ ও কর্মচারী শ্রমিক সমিতি এই কর্মসূচি ঘোষণা করে। চালকরা দিনে আট ঘণ্টার বেশি কাজ না করলে ট্রেনের সিডিউল বিপর্যয় দেখা দেবে।

সমিতির সাধারণ সম্পাদক মো মজিবুর রহমান জানান, পর্যাপ্ত জনবল না থাকায় ট্রেনের চালকসহ রানিং স্টাফদের প্রতিদিন ১২ থেকে ১৪ ঘণ্টা কাজ করতে হয়। মঙ্গলবার থেকে নির্ধারিত ৮ ঘণ্টার বেশি কাজ করবেন না।

আগের নিয়মে মাইলেজ ভাতার দাবি পূরণ না হলে আগামী ৩১ জানুয়ারি থেকে ট্রেন চালানো বন্ধের ঘোষণা দিয়ে গত বৃহস্পতিবার রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদারকে চিঠি দিয়েছে সমিতি।

তবে মঙ্গলবার থেকে কর্মঘণ্টার বেশি কাজ না করার ঘোষণার বিষয়ে জানেন না বলে জানিয়েছেন রেলওয়ের মহাপরিচালক।

তিনি বলেছেন, চালকদের বিষয়টি সমাধান করতে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছেন। আশা করি ৩১ জানুয়ারির আগেই বিষয়টির সমাধান হবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ